উদ্দীপ্ত তারুণ্য
একটা দীর্ঘশ্বাস অফুরন্ত জীবনীশক্তি
সংগ্রামী পথচলার গল্প লেখা।
কষাঘাতে পিষ্ট হয়ে কালের পথ ধরে
অজানা গন্তব্যের দিকে ধাবিত।
বিশৃঙ্খলা উন্মত্ততার শিকল ভাঙার
মহা আয়োজন শামিল হয়ে
নিষ্পেষিত প্রাণের বাঁচার দাবি নিয়ে
জনরোষের কবিতা রচিত হয়।
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাওয়া সময়
আজ বিপ্লবের গান গায়।
কালের আবহের চক্রে মুক্তি পেতে
বিশাল উপন্যাসের পরিসমাপ্তি।
চোখে ভাসা অস্পৃশ্য স্বপ্ন ভূলুণ্ঠিত
থেমে যাওয়া জীবনী লেখা।
তারুণ্যের উজ্জীবিত কণ্ঠ শুনে
রচিত এক বিশাল মহাকাব্য।