আমাদের প্রতিদিন দেখা হয়

অলংকরণ: মাসুক হেলাল

আমাদের প্রতিদিন দেখা হয়
প্রতিদিনই কথা হয়,
তবু মনে হয় কতদিন দেখি না,
ব্যস্ততার চশমায় ঢাকা থাকে চোখের রেটিনা।
মাকড়সার জালে জড়িয়ে ধুলা—
জমে বোবা হয়ে থাকে রোমান্টিক কথারা।
আমাদের প্রতিদিন দেখা হয়
তবু কখনো বৃষ্টিতে ভেজা হয় না একসঙ্গে,
জানালা দিয়ে দেখা হয় না রংধনু,
কানে কানে চুপিসারে
ফিসফিস করে বলা হয় না
আজ তোমাকে খুব সুন্দর লাগছে।

আমাদের প্রতিদিন দেখা হয়
তবু একসঙ্গে কখনো বিকেলের
সূর্যাস্ত দেখা হয় না।
গোধূলির রংঙে নিজেদের কখনো
রাঙানো হয় না।
চোখে চোখ রেখে নীরবেনিভৃতে মুচকি
হেসে উপলব্ধি করা হয় না
ভালোবাসার প্রখরতা।
আমাদের প্রতিদিন দেখা হয়
তবু একসঙ্গে দাঁড়িয়ে
আকাশের নক্ষত্রগুলো দেখা হয় না,
রুপালি চাঁদের আলোয় মধুর
আলাপন জমে ওঠে না।
নিস্তব্ধতার মধ্যে আনন্দ খোঁজা হয় না।
হৃদয়ে সঞ্চিত থাকে অভিমানী বারুদ।
আমাদের প্রতিদিন দেখা হয়
তবু কেন জানি মনে হয়
আবার দেখা হোক নতুন করে,
সমস্ত ব্যস্ততাকে ছুটি দিয়ে।
জীবনের রঙিন অধ্যায়ে মেতে উঠি আবার।
দেখা হোক কোন সমুদ্রপাড়ে তোমার আমার।