অপেক্ষা না উপেক্ষা
হুট করে আসা হিমেল হাওয়া
স্তব্ধ বিকেলে নিঃশব্দ চাহনি
কোথাও কিছু নেই, সবদিক ফাঁকা
তবুও সে বসে আছে, অপেক্ষায়।
রোজকার মতো আজও সে এসেছে
পৃথিবীর সবচেয়ে নির্জনতম জায়গায়
কোলাহল থেকে বহুদূরে
নীরব সুরে সে গেয়ে চলেছে
হাজার হাজার অদৃশ্য দর্শকের মাঝে।
সে কী তালি, উল্লাস, গলা ফাটানো চিৎকার
সে শুনছে সব, দেখছে সব, বুঝছে সব
এ মায়া কাটিয়ে চলে যাওয়া অসম্ভব
সে জানছে সব।
এ মায়া প্রতিটা জীবিত স্পন্দনের
যারা ছিল এখানে একসময়
আজও তারা আছে সব সময়
কী নিদারুণভাবে,
সে সবকিছু উপেক্ষা করে বসে আছে।