স্নিগ্ধ বিকেলের মিষ্টি রোদে
পড়ন্ত বিকেলে সূর্য বিদায়লগ্নে
প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য অদ্ভুত মধুময়।
ছায়ামায়া ঘেরা সবুজ শ্যামল বিলের পাশে
রোদের মিষ্টি চাহনি উঁকি দেয়।
স্নিগ্ধ বিকেলের মিষ্টি রোদে পল্লি বুকে নেমে আসে নীরবতার গোপন কান্না।
দিনের কোলাহল শেষে সবাই ফেরে যে যার ঘরে।
তৃষিত মৃত্তিকা শান্তশিষ্ট হয়ে যায়।
কাকপক্ষীরা ডানা মেলে গৃহ খুঁজে নেয়,
নববধূ অধীর আগ্রহে অপেক্ষা করে
স্বামীর পরশ পেতে।
স্নিগ্ধ বিকেলের মিষ্টি রোদে প্রকৃতির বুক চিরে যেন নেমে আসে ক্লান্তি!