অফিস থেকে বের হয়ে দ্রুত হাঁটছে তাশহান। রাত ১০টা, আশপাশে দোকানিরা দিন শেষের হিসাব গোছাতে ব্যস্ত। যাত্রীরা বাসের জন্য অপেক্ষারত, ট্রাফিক পুলিশ গাড়ির জ্যাম সরাতে ব্যস্ত।
অরিত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা জেগে উঠল। অনেক দিন দেখা হয় না। একবার যাব ওর বাসার কাছে? ও বারান্দায় আসবে। আপনমনে নিজের সঙ্গেই আলাপন করছে তাশহান।
৪ মিনিট ৩৯ সেকেন্ড হাঁটলেই পৌঁছা যাবে সেখানে। তাশহান সেদিকে হাঁটা ধরল। কিছুটা পথ হেঁটেই থেমে গেল সে। হঠাৎ মনে পড়ল, মুঠোফোনটা আজ আনেনি, বাসায় রেখে এসেছে। তাশহান আর যায়নি সে পথে। বাসায় ফিরে দেখে, অরিত্রীর মিসডকল আর মেসেজ।
‘আজ তোমাকে দেখতে ইচ্ছা করছে তাশহান। অফিস থেকে চলে এসো। আমি বারান্দায় অপেক্ষা করব।’
‘তুমি এলে না, আমি অপেক্ষা করছিলাম।’
একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এল তাশহানের বুক থেকে।
বন্ধু, ভৈরব বন্ধুসভা