বাউন্ডুলে মন আমার

ফসলের খেতছবি: জগলুল পাশা

আমি নবান্নের দেশে আছি,
গ্রাম বাংলার মেঠোপথে-
এলোমেলো চুলে গান গেয়ে নাচি।
আমি রাখালের বাঁশিতে হাসি।

আমি ফসলের খেতে শস্যদানা,
নীলাদ্রি রূপমার চন্দ্রকণা।
শীতের দিনে ঘন কুয়াশার মুখ,
আমি হিমাদ্রি আয়নামতির রূপ।

আমি শত কবিদের কাব্য প্রেমিক,
প্রচ্ছদ ও ছন্দমালার পাপড়ি।
শীতের দিনে সর্বহারা নিঃস্ব পথিক-
আমি দুঃখিনী মায়ের রিক্ত সুখ।

আমি গায়ের বধূর মিষ্টিমুখের হাসি,
মোদেরই মাতৃভূমি অনেক ভালোবাসি।
বৃক্ষ হেথায় মায়াবী আঁচলের ছায়া-
আমি হব দেশমাতারই কায়া।