অণুকবিতা
কবিতাটি ২০২৪ সালের জুনে প্রকাশিত বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ‘তারুণ্য’ ম্যাগাজিনের দশম সংখ্যা থেকে নেওয়া।
এক.
আজ শকুনের চোখ পড়েছে
রক্তে কেনা এই মানচিত্রে।
প্রিয় স্বদেশ ঘুরে দাঁড়াবে
নিত্য স্বপ্ন দেখি সচিত্তে।
দুই.
গত বর্ষা হতে আজ অবধি
নৈঃশব্দ্যের সাথে কাটিয়ে দিয়েছি
কত দিন, কত মাস।
আমি কাফনের আড়ালে লুকানো, হাসিমাখা
এক জীবন্ত লাশ।
তিন.
বাবা মানেই আকাশজুড়ে সূর্য
যে উত্তপ্ত হলেও,
না থাকলে অন্ধকার।
বাবা মানেই শূন্য পকেট;
তবুও হাতড়ে বেড়ায় বারবার।