পাটিপাতা উঠোনজুড়ে
রূপকথার যে গল্প ওড়ে
ভূতের ভয়ে কাঁপি,
রাজা-রানির গল্প ধরি
দাদির গল্পে নামে পরি
খুলে বসেন ঝাঁপি!
দাদার গল্পে ভূতটা আসে
গল্পে ভূতটা ভেটকি হাসে
আমরা জড়সড়,
দাদির গল্পে রাতটা বাড়ে
দাদার গল্প হিমেল জারে
ভয়টা যত বড়।
রূপকথার এক গল্প শুনে
রাজ্যপাটে আমিও গুনে
রাজার মতো হাঁটি,
পাইক-পেয়াদা উজির-নাজির
কুর্নিশ করতে সবাই হাজির
গল্প শেষেই মাটি।