স্বার্থের দুনিয়া

অলংকরণ: তুলি

ভুলে যাও ভুল নাম
ভুলে যাও এখনি
সময়ের করাঘাতে
কম তুমি ঠকোনি
মুছে দাও কিছু নাম
চিরতরে ভুলে যাও
কেন তুমি বসে বসে
রোজ এত ধোঁকা খাও
স্বার্থের দুনিয়াতে
কেউ কারো হয় না
আজ যে বন্ধু সে
কাল দেখি হায়েনা
ভালোবেসে ডাকো যাকে
ফুল, পাখি ময়না
স্বার্থে আঘাত পেলে
আর কথা কয় না!
এত যে ধোঁকা খাও
হুঁশ তোমার হয় না
এতটা বোকামিও
তোমাকে মানায় না
ভুলে যাও বেদনা
আর তুমি কেঁদো না
মনে রেখো যাতনা
চিরদিন থাকে না!
চোখ–কান খোলা রাখো
রাখো সব খেয়ালে
জীবনকে বিলিও না
মিছে কোনো খেয়ালে