পঞ্চগড় থেকে দিল্লি, সঙ্গে বন্ধুসভা

দিল্লি স্টেট বন্ধুসভার বন্ধুদের মাঝে লেখকছবি: সংগৃহীত

বন্ধুসভা কী? বন্ধুসভায় কী হয়, এসব কিছুই জানতাম না।

২০১৮ সালে এক মুখর দিনে বিভিন্ন কথার প্রসঙ্গে বন্ধু রাকিবুল হাসানকে জানালাম, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কীভাবে অংশগ্রহণ করা যায়? সে তখনই আমার ইচ্ছাকে অ্যাপ্রিশিয়েট করে জানাল বন্ধুসভার কথা।

২০১৮ সাল থেকে এখন পর্যন্ত বন্ধুসভাকে কখনো আলাদা মনে হয়নি। আমার প্রাণের সংগঠন হয়ে আমার সঙ্গেই বেড়ে উঠছে।

পঞ্চগড় বন্ধুসভা থেকে আমার এই ছোট্ট জার্নি শুরু। পাঠচক্রের মাধ্যমে বই পড়ার উৎসাহ, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, আর্ট, কবিতা আবৃত্তি—সবকিছু মিলিয়ে বন্ধুসভা আমাকে দিয়েছে এক আনন্দমুখর প্ল্যাটফর্ম।

পাশাপাশি বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করে পেয়েছি একগুচ্ছ সার্টিফিকেট, সবার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস; যেগুলো পরবর্তী শিক্ষাজীবনে অনেক কাজে এসেছে। এই অভিজ্ঞতা থেকে কীভাবে বিচ্ছিন্ন হই? যেখানে দেশ-বিদেশজুড়ে রয়েছে বন্ধুসভা।

পড়াশোনার তাগিদে আমার বর্তমান অবস্থান ভারতের রাজধানী দিল্লি। খোঁজ নিয়ে জানলাম, এখানেও দিল্লি বন্ধুসভা আছে। না বললেই নয়, বন্ধুসভার বন্ধুরা এত আন্তরিক হয় যে এর উদাহরণ আগেও পেয়েছি। তবে দিল্লিতেও এমন আন্তরিকতা পাব, কখনো ভাবিনি। আজ দিল্লি বন্ধুসভার সহযোগিতায় আমিও তাঁদের একজন বন্ধু হয়েছি।

পঞ্চগড়ের বন্ধু, বন্ধুসভার বন্ধু আজ দিল্লি বন্ধুসভারও একজন বন্ধু।

শিক্ষার্থী, দিল্লি বিশ্ববিদ্যালয়, ভারত