সময়ের স্রোতে ফেলেছি নোঙর

অলংকরণ: আরাফাত করিম

স্মৃতি ভস্ম হয়
রাত হয় আরও গভীর।
ক্ষতগুলো রোজকার নিয়মে জ্বলে জ্বলে
হয়ে ওঠে কিছুটা বিলীন!
বিস্তৃত আকাশ পানে তাকিয়ে ওই চাঁদনি হাসে
বুকে তার জমাটবদ্ধ ব্যথার তীর;
অযোগ্য পাত্রে ভালোবাসা রেখে খুঁজো না
তার এতটুকু ঋণ।

উচ্ছ্বাসে মাতোয়ারা ঘুণপোকারও ভেঙে পড়ে
সমস্ত আশার নীড়।
হৃদয় গহীনে উঁকি দেয় গোপনে তিলে তিলে
সব হারানো দিন,
স্মৃতি বিস্মৃতির দোটানায় পড়ে নিরালায়
কাটে যার মলিন,
সে তো হতাশার আঁধারে তলিয়ে যায় অসীম।
জীবন ও নদী থমকে থাকে না শুধু, যতই
আসুক আমাদের দুর্দিন।
সময়ের স্রোতে নোঙর ফেলে বেঁচে থাকার
আয়োজন চলে তবু প্রতিদিন।
বসুধার এই তো নিয়ম কেউ থাকে না পাশে
চিরদিন।