বাবার স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে চাই

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমানের মুখে স্বাধীনতাযুদ্ধের গল্প অনেক শুনেছি। দেশমাতৃকার টানে দাদা কেফাতুল্লাহ শেখের অনুপ্রেরণায় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন হেঁটে অনেক পথ পেরিয়ে ভারতে যান প্রশিক্ষণ গ্রহণের জন্য। ভারত থেকে ফিরে এসে গোয়ালন্দ উপজেলার কাটাখালী নামক স্থানে ইসলাম কমান্ডারের বাহিনীতে যোগ দেন। তাঁদের সঙ্গে বাবা সরাসরি যুদ্ধে অংশ নেন।

বাবা যেমন দেশকে ভালোবেসে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাই তাঁর স্বপ্ন আমরা দুই ভাইও যেন সারা জীবন দেশের মানুষের সেবা করে যেতে পারি। প্রায় দুই বছর হলো বাবা আমাদের ছেড়ে না–ফেরার দেশে চলে গেছেন। ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি অসুস্থতার কারণে মারা যান বাবা।

দিন শেষে যখন বাড়ি ফিরতাম, তখন অন্তত বাবার মুখখানি দেখতে পারতাম। কোনো সমস্যায় পড়লে মায়ের পাশাপাশি বাবার পাশে বসে সমাধানের পথ খুঁজতাম। এখন মা মনোয়ারা বেগমকে নিয়েই আমরা বেঁচে আছি। বাবার স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে চাই। দেশবিরোধী শক্তিকে ঘৃণা করতে, দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখতে সর্বদা প্রস্তুত রয়েছি। আমি গর্বিত একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে।

বন্ধু, গোয়ালন্দ বন্ধুসভা