বইয়ের সাম্রাজ্যে ঢাবি বন্ধুসভা, সঙ্গে বর্ণমালা

বইমেলায় প্রথমা স্টলের সামনে ঢাবি বন্ধুসভার ভাঁজপত্র ‘বর্ণমালা’ হাতে কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকসহ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

দিনটি ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। একগুচ্ছ শব্দের নক্ষত্ররা লুকিয়ে থাকে যেথায়, সেই বইয়ের আলোয় আলোকিত হতে, আরেকটু সান্নিধ্যে যেতে বন্ধুদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা গিয়েছিল বইয়ের রাজ্য অমর একুশে বইমেলায়। সঙ্গে ছিল বন্ধুদের শিল্পীসত্তার স্মারক ‘বর্ণমালা’ নামক একটি ভাঁজপত্র, যা প্রকাশিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে।

এই ভাঁজপত্র কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের হাতে তুলে দেওয়ার মাধ্যমে সেদিনের সুন্দর বিকেলটির সূচনা হয়। সেখানে আরও যুক্ত হন ঢাকা মহানগর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইমরান। দেখা হয় জাতীয় পরিচালনা পর্ষদের বন্ধুদের সঙ্গেও।

ঢাবি বন্ধুসভার ভাঁজপত্র ‘বর্ণমালা’ হাতে মনোরোগ–বিশেষজ্ঞ মোহিত কামালের সঙ্গে বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বইমেলায় ঢাবি বন্ধুসভার সাক্ষাৎ হয় বন্ধুসভার উপদেষ্টা ও মনোরোগ–বিশেষজ্ঞ মোহিত কামালের সঙ্গে। যে প্রকাশনা থেকে ওনার বই প্রকাশিত হয়েছে, সেই স্টলে যাই। তিনি আমাদেরকে প্রফুল্লচিত্তে অভ্যর্থনা জানান এবং তাঁর লেখা কয়েকটি বই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভাকে উপহার দেন।

তারপর ঢাবি বন্ধুসভার বন্ধুরা সাক্ষাৎ করেন জাতীয় পর্ষদের মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সাইফুল্লাহ সাদেক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক তানজিনা নূরের সঙ্গে। তাঁরা ঢাবি বন্ধুসভাকে বই উপহার দেন। একই সঙ্গে তাঁদেরকে ভাঁজপত্র ‘বর্ণমালা’ উপহার দেওয়া হয়।

অফুরন্ত বইয়ের সাম্রাজ্য থেকে কিছু বই উপহার পেয়ে আমরা বইমেলা থেকে বিদায় নিই। আমাদের বইমেলা ভ্রমণকে আলাদা মাত্রা দিতে এবার খাওয়াদাওয়ার পালা। বন্ধুদের আবদার রক্ষার্থে সাবেক সভাপতি গাজী ইমরান ও বর্তমান সভাপতি মোশারফ খান সবাইকে ফুচকা ও ভেলপুরি খাওয়ান।

সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা