বাবুই পাখি তীক্ষ্ণ আঁখি
দেখতে ছোট বেশ,
পালকগুলো ধূসর কালো
বুকে হলুদ রেশ।
বাসা বানায় নিখুঁত করে
তাল ও খেজুরগাছে,
তাঁতি পাখি নামেও ওদের
পরিচিতি আছে।
দেশি বাবুই, বাংলা বাবুই
কয়েক প্রকার জাত,
খায় যে ওরা বীজ ও পোকা
ঘাস ও চালের ভাত।
দল বেঁধে সব থাকে ওরা
দেখতে লাগে ভালো,
রাত্রিবেলা জোনাক গুঁজে
ঘরকে করে আলো।