একগুচ্ছ কদম নিয়ে এসো

বাদল দিনে,
ঝিরিঝিরি বৃষ্টির ছন্দে এসো
প্রাণভরে ভিজব দুজনে।
কত দিন হাঁটছি একই আকাশের নিচে
দুজন দু-প্রান্তে।
শহরের মোড়ে, কখনো ব্যস্ত গলিতে শত শত
লোকের ভিড়ে;
কেউ কারও সম্মুখ পানে আসিনি তো ভুল করে।
অথচ দেখো,
কথা ছিল দুজনে থাকব সারাটি জীবন একসঙ্গে।
হাঁটব ভালোবেসে হাতে হাত রেখে।
এই শহরের ব্যস্ত পথে দুঃখগুলো ওড়াব নাটাই হাতে।
সুখের পায়রার মতো ঘুরে বেড়াব মান–অভিমান ভুলে।
একগুচ্ছ কদম নিয়ে এসো,
বৃষ্টিস্নাত কদমের মিষ্টি গন্ধে মাতাল হব দুজনে!
ভেজা চুলে বিনুনি কেটে একটা ফুল গুঁজে দিয়ো
স্মৃতির পাতায় কিছু প্রেম রয়ে যাবে একই ফ্রেমে।
এসো, দুজন মিলে ভিজব এই আষাঢ়–শ্রাবণ মাসে;
সকাল কিংবা ঝুম বৃষ্টি ঝরে পড়া সন্ধ্যা লগ্নে।