ভীষণ ক্ষেপেছে সূর্য মামা
ঝরছে রাগের তাপ,
ডানা মেলে বলে শালিক
ওরে বাপরে বাপ।
পুড়ছে রোদে পশুপাখি
মানুষ হাঁপায় ঘরে,
বৃষ্টি নেই হিমেল হাওয়ায়
ভোগাচ্ছে খুব জ্বরে।
কেটে ফেলার সময় গাছ
কেউ করে না মায়া!
পাতাগুলো কখনো তাই
চায় না দিতে ছায়া।
ভীষণ ক্ষেপেছে সূর্য মামা
ঝরছে রাগের তাপ,
ডানা মেলে বলে শালিক
ওরে বাপরে বাপ।
পুড়ছে রোদে পশুপাখি
মানুষ হাঁপায় ঘরে,
বৃষ্টি নেই হিমেল হাওয়ায়
ভোগাচ্ছে খুব জ্বরে।
কেটে ফেলার সময় গাছ
কেউ করে না মায়া!
পাতাগুলো কখনো তাই
চায় না দিতে ছায়া।