রৌদ্র-দুপুর

আবার গরম বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে বেড়েছে সূর্যের তাপের প্রখরতা। প্রচণ্ড রোদের তাপে হাঁপিয়ে উঠেছে প্রাণিকুল। একটি বুলবুলি বৈদ্যুতিক তারের ওপর বসে হাঁ করে আছে সূর্যের তাপের প্রভাবেছবি: সাইয়ান

ভীষণ ক্ষেপেছে সূর্য মামা

ঝরছে রাগের তাপ,

ডানা মেলে বলে শালিক

ওরে বাপরে বাপ।

পুড়ছে রোদে পশুপাখি

মানুষ হাঁপায় ঘরে,

বৃষ্টি নেই হিমেল হাওয়ায়

ভোগাচ্ছে খুব জ্বরে।

কেটে ফেলার সময় গাছ

কেউ করে না মায়া!

পাতাগুলো কখনো তাই

চায় না দিতে ছায়া।