বৃষ্টি ও অশ্রুজল

অলংকরণ: মাসুক হেলাল

বসুন্ধরায় বর্ষিত টাপুরটুপুর বৃষ্টি
তুমি কি ভানু বিকিরণে আলোড়িত বাষ্পকণা?
কিংবা গগনে গর্জিত মেঘের গলিত বর্ষণ,
নাকি আমার পাপড়িভেজা নেত্রদ্বয়ের অশ্রুর প্রতিবিম্ব
মনস্তাপে যার জীবন‌ সমুদ্রে ঝলকায় বজ্রনাদ!
অন্তরীক্ষের গম্ভীর গুমট ভুতুড়ে চারিপাশ
থমথমে নক্ষত্রলোকে বিজলির চিড়ধরা চমকানি
যেন রুষ্টে ফেটে পড়া আমার রক্তাভ ললাটের ভাঁজ;
দুস্থতার অভিসম্পাতে মাটি চাপা দেওয়া স্পৃহার বিলাপ
প্রবঞ্জনের শুষ্কতায় নাক বেয়ে গড়া নোনতা ঘাম,
সর্বাঙ্গে ভ্যাপসা গরমের একরোখা নিপীড়ন,
হঠাৎ মুষলধারায় নামে বৃষ্টি ঝমঝমিয়ে!
না, এটা বৃষ্টি নয়, বরং আভাসে মনে হচ্ছে
কুখ্যাত বিদওয়ানদের নীতি বাক্যের ফুলঝুরি,
বিত্তের যক্ষ্মা বুকের যন্ত্রণায় কাশতেই দম বেরোচ্ছে
ঈশানকোণে মেঘের পিঠে, গুড়গুড় কলরবে
মনস্কামনা পুড়ছে অনলে ভাসছে মন অশ্রুজলে
ঠিক যেমন স্বর্গ হতে বর্ষা নামে ধরার মহিরুহে।