মধ্যবিত্ত পরিবারের সন্তানের জীবন চিত্রপট ‘নক্ষত্রের রাত’

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘নক্ষত্রের রাত’

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের চমৎকার একটি উপন্যাস ‘নক্ষত্রের রাত’। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র রেবেকা। রেবেকা খুবই সাধারণ পরিবারের সাদামাটা মেয়ে, চাকরিজীবী ও অবিবাহিতা। হঠাৎ করেই আমেরিকায় তিন মাসের একটি প্রশিক্ষণ কোর্সের সুযোগ পায়। প্রশিক্ষণের জন্য আমেরিকায় যাওয়ার দিন সাতেক আগে হঠাৎ তার বিয়ে হয়ে যায়। রেবেকার স্বামী খুবই সাধারণ শ্রেণির মানুষ।

আমেরিকায় পা দিয়েই বিপদে পড়ে রেবেকা। তাকে কেউ নিতে আসেনি বিমানবন্দরে। বিমানবন্দরে লাগেজ হারিয়ে ফেলে। সেখান থেকে বাংলাদেশি নাগরিক পাশা চৌধুরীকে ফোন দিয়ে রেবেকার কথা বলা হলে সম্পূর্ণ অপরিচিত নারীকে সাহায্য করতে শীতের সে রাতে ছুটে আসে। পাশা রেবেকাকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরদিন সকালে রেবেকাকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেয়।

রেবেকা আর পাশার মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়। এদিকে প্রশিক্ষণে রেবেকা খুব ভালো ফল করতে শুরু করে। শিক্ষকেরা তাকে খুব পছন্দ করে। তারা পিএইচডি করার প্রস্তাব দেয় এবং বিনা মূল্যে পড়ার সুযোগ করে দেয়।

পাশা আমেরিকাপ্রবাসী। সে অবৈধভাবে আমেরিকায় আছে। অবস্থা শোচনীয়, কষ্টে জীবন যাপন করে। হাতে কোনো চাকরি নেই। মূলত কম্পিউটারে খেলার জন্য গেম তৈরি করে কোম্পানির কাছে বিক্রি করে। গেম সব সময় ভালো বিক্রি হয় না। অনেক দিন চলে যায়, কোনো গেম বিক্রি হয় না। এই সময়টাতে পাশার কাছে টাকাপয়সা থাকে না। এমন প্রেক্ষাপটে সে চিন্তা করে, দেশের সবার কাছ থেকে হারিয়ে যাবে। কারণ, দেশে বড় ভাইয়ের সংসারে টাকা পাঠানো আর তার পক্ষে সম্ভব নয়। পাশা সবার সঙ্গে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়ে বেরিয়ে পড়ে পথে।

‘নক্ষত্রের রাত’ উপন্যাসে হুমায়ূন আহমেদ সমাজের মধ্যবিত্ত পরিবারের সন্তানের নিত্যনৈমিত্তিক জীবন চিত্রপটকে চিত্রিত করেছেন। মধ্যবিত্ত পরিবারের রেবেকা ও পাশার নিজেদের মধ্যে প্রাত্যহিক জীবনকে রূপক ধরে বলা যায়। ‘নক্ষত্রের রাত’ সমাজের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জীবনকে প্রতিনিধিত্ব করে।

একনজরে
বই: নক্ষত্রের রাত
লেখক: হুমায়ূন আহমেদ
ধরন: উপন্যাস
প্রকাশক: মাজহারুল ইসলাম
প্রকাশকাল: জুন ২০০৩
প্রচ্ছদ ও অলংকার: ধ্রুব এষ
মুদ্রণ: কালারলাইন প্রিন্টার্স
পৃষ্ঠা: ৮৮
মূল্য: ১৫০ টাকা

সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা