সতীত্বের ক্রোড়পত্র
নিজেকে বিক্রি করি সস্তার বাজারে
বোধটুকু হস্তান্তর হয় নির্বোধের কাছে,
অর্জিত মর্যাদাও অমর্যাদার ভান্ডারে
অস্তিত্বহীন মনস্তাত্ত্বিক যুদ্ধ অনন্তকাল।
নকল সুগন্ধি মেখে মাধবীলতারা হাসে
আর নিলামে ওঠায় সতীত্বের ক্রোড়পত্র,
কুকুরের দল ওত পাতে অন্ধকার কুটিরে
বিধ্বস্ত বিবস্ত্র বিমর্ষ প্রহর সুইসাইড করে।