মায়ার নাড়ি কাটে

সুন্দরবনফাইল ছবি

ওই যে অগ্নিগোলক পিঠে নিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি বৃক্ষ
ওই যে কালবৈশাখীতে লন্ডভন্ড বৃক্ষের বিস্তৃত শাখা–প্রশাখা,
পৃথিবীকে বাসযোগ্য রাখতে
উদ্যত ঘূর্ণিঝড়ের সাথে লড়াই করে যায় বৃক্ষের শিরদাঁড়া
যুদ্ধ শেষে শিনা টান করে ফের দাঁড়ায় বিধ্বস্ত সুন্দরবন...
তারপর ফাল্গুনের এক ভোরে লোভী মানুষেরা সেই বৃক্ষ কাটে;
খণ্ড খণ্ড করে কাটে বৃক্ষের শাখা–প্রশাখা
পাতা, ফুল-ফলহীন হয় পৃথিবীর গেরস্থালি
খররৌদ্রে পুড়ে যায় বৃক্ষের ছায়া
শূন্য হয় তাবৎ অক্সিজেন ভান্ডার!
ইদানীং পৃথিবীর ফুসফুসে নাকি তীব্র অক্সিজেন–সংকট
মায়ার নাড়ি কাটা মানুষগুলো শ্বাসকষ্টে মৃতপ্রায়!