আমাদের গাঁয়ে হেমন্ত এল
সতেজ প্রকৃতি,
স্নিগ্ধ প্রশান্তি আসে গাঁয়ের মেঠো পথে হেঁটে।
কুয়াশা মেখে আসে আমাদের গাঁয়ের বুকে হেমন্ত
সবুজ পাতার প্রেম নিয়ে মাঠে মাঠে হাসছে শর্ষেফুল।
নরম ঘাসের বুকে, ঝরে পড়ে রোজ শিশিরবিন্দু
পাখিদের কিচিরমিচির শব্দে মাতোয়ারা আজ বাগিচা;
হলুদ শাড়িতে সেজে আছে প্রিয় গাঁদা ফুলগুলো।
স্বচ্ছতা ফিরে আসে ভোরের আলো ফোটা সূর্যের তেজে।
একটু একটু করে পল্লবে দোল তুলে দখিনা পবন।
সোনালি রোদের তীব্রতায় ভাটা পড়ে নিমিষে
শৈত্যপ্রবাহে।
আলো–আঁধারির খেলা দেখে, নেচে বেড়ায় যুগল পাখি।
দূর দিগন্তে মেঘ কাটিয়ে এসেছে এক বৈচিত্র্যময় গোধূলি।
বেলা ফুরাতেই সন্ধ্যাটা ঘনিয়ে এল দেখি খুব,
হেমন্তের রাতে হিমশীতল পরশে মুগ্ধ হৃদয়ভূমি।