রূপবদলের পালা
নক্ষত্রের আলোতে অন্ধকার কাটে না—
আবছায়া দৃষ্টি শিকলে বাঁধে মনের অব্যক্ত কষ্ট,
নিয়মের ধারাপাত নীররতার ভাষায় বন্দী।
অবুঝ মনের একটানা আকুতি—
ঝড়ের ছোবলে লন্ডভন্ড ভালোবাসার স্বপ্নবাড়ি,
অযাচিত ফাটলে চৌচির হৃদয়জমিন।
জোয়ার–ভাটার দোদুল–দোলা—
নীল সমুদ্রে ইচ্ছেগুলোর অকালমৃত্যু–শয্যা,
চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাজা প্রাণ।
সময়ের আকালে থেমে যায় কর্মযজ্ঞ—
ব্যর্থ প্রাণের নীরব ভাষাগুলোর রূপ বদলের পালা,
মৌন হাহাকার ভেসে চলে দিক থেকে দিগন্তের অজানায়।