নক্ষত্রখচিত শাড়ি

প্রতীকীছবি: হাসান মাহমুদ

স্মৃতির টানে অস্বীকার করে ফেলি যাবতীয় বিচ্ছেদ
পিছুটান নেই বলে সম্মুখে এগোতে চেয়েছি যতবার
মায়ার আচ্ছন্ন শহরে, প্রতিটি প্রহরে বেড়েছে খেদ
বুঝেছি, সময় হয়ে এসেছে আবার, পথ হারাবার
দেয়ালগুলো ভাঙতে ভাঙতে চলি
আর নিজের ভেতরে, ইট-কাঠ-পাথরে গড়ে ওঠে সংসার
রোবটের দুনিয়ায় তরুলতার ভাষায় কথা বলি
নিভৃতে টের পাই ছিন্নমূলের সূতিকাগার
চন্দ্রমল্লিকা বনে আজও যদি রাত্রি জাগাতে না পারি
তবে আর কবে পেরে উঠব?
অনুভবে আমাকে ছুঁয়ে যাচ্ছে তোমার নক্ষত্রখচিত শাড়ি
জীবন্ত, স্পর্শ করতে না পারি, নিরাশার স্বর্গে মুখ থুবড়ে পড়ব