বাংলার রাজপথ রঞ্জিত হওয়ার ইতিহাস ‘আরেক ফাল্গুন’

জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ছবি: বন্ধুসভা

এই বাংলায় ফাল্গুন আসে–যায় প্রতিবছরই। কিন্তু সব ফাল্গুন ইতিহাস রচনা করে না; যেমনটা করেছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ফাল্গুন মাস। সে ফাল্গুনের ঘটনা পুরো জাতিকে আজীবন মনে করিয়ে দেয় ভাষা আন্দোলনের কথা, ছাত্রদের জীবন দেওয়ার কথা, জনগণের ওপর চাপিয়ে দেওয়া সব অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা। মনে করিয়ে দেয় আগের ও পরের এই বাংলার অনেক রক্ত ঝরার ইতিহাস, রক্তাক্ত আন্দোলনের কথা।

জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ সে প্রক্ষাপটেই রচিত একটি উপন্যাস। এ উপন্যাসে গল্প আর চরিত্রের আবরণে ফুটে ওঠে সংগ্রামী বাংলার রাজপথ রঞ্জিত হওয়ার ইতিহাস। ঘটনার প্রবাহের বিশ্লেষণগুলো চিরাচরিত এই দেশের যুদ্ধের ভয়াবহতার রূপ প্রকাশ করে।

এই বাংলায় অনেক আন্দোলন হয়েছে। সব আন্দোলনের উদ্দেশ্য যা–ই হোক না কেন, প্রেক্ষাপট অনেকটা একই হয়। সাধারণ জনগণ চারপাশের অনিয়ম আর অব্যবস্থাপনায় বিরক্ত হয়ে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে জড়ো হয়, লড়াই করে, সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, মানুষের রক্ত ঝড়ে, লাল রক্তে ইতিহাস রচিত হয় রাজপথে। এরপর অনেক সংগ্রামের পর ন্যায় প্রতিষ্ঠিত হলেও নিঃশেষ হয়ে যাওয়া প্রাণগুলো আর ফিরে আসে না। তাঁদের নাম আর কর্মকাণ্ড থেকে যায় ইতিহাসের পাতায়।

সালমা, মেডিকেলের শিক্ষার্থী, যার স্বামী, ভাই ও বোন সবাই জেলে। আন্দোলন করতে গিয়ে তারা গ্রেফতার হয়। সালমার মতো এ রকম অনেক মা, বোন, স্ত্রীরা বছরের পর বছর অপেক্ষায় থাকে আপন মানুষের জন্য। কষ্ট পায়, কিন্তু অন্যায়ের পক্ষ নিয়ে কথা বলে না।

মুনিম, আসাদ, রওশন, বরকতের মতো ছাত্রস্বরূপ সাধারণ মানুষ মিছিল করে, আইন অমান্য করে রাজপথে নামে। কেউ বেঁচে ফেরে ঘরে, কেউ জেলখানায় আবার কেউ রাস্তায় পড়ে থাকে নিথর দেহ নিয়ে।
ছেলেদের পাশাপাশি নীলা, রেনু, বানুর মতো অসংখ্য মেয়ে সাহসের সঙ্গে রাজপথে নামে, যোগ দেয় ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে।

প্রশাসন তাদের বাধা দেয়। গ্রেফতার করে জেলখানায় নিয়ে যায়। জেলখানায় জায়গার সংকট হয়, তাতে জেলের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবু তারা গ্রেফতার করা চলমান রাখে। আর ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষও আন্দোলন চলমান রাখে। ফাল্গুন শেষ হয়, আসছে ফাল্গুনে তারা দ্বিগুণ ও বহুগুণে ফিরে আসার সরল উক্তি প্রকাশ করে। আন্দোলন শেষ, নতুন বছরে আবার নতুন আন্দোলন শুরু হয়। তাতে আবার প্রাণ ঝরে, ন্যায় প্রতিষ্ঠা পায়। দেশ স্বাধীন হয়, কিন্তু মানুষ কি কখনো পুরোপুরি স্বাধীন হয়? এ প্রশ্ন থেকেই যায়।

একনজরে
বই: আরেক ফাল্গুন
লেখক: জহির রায়হান
প্রকাশনী: অনুপম প্রকাশনী
প্রকাশক: মিলন নাথ
প্রচ্ছদ: ধ্রুব এষ
মুদ্রণ: একুশে প্রিন্টার্স
মূল্য: ১২০.০০ টাকা
প্রথম প্রকাশ: জানুয়ারি ১৯৯৮

বন্ধু, নরসিংদী বন্ধুসভা