ভালোবাসার অণুকাব্য
এক.
ভালোবাসা দিয়ে ভুলটাকে করো নির্ভুল
প্রয়োজনে হাসি ফোটাতে হাতে দিও ফুল।
দুই.
মানুষের আজীবন সর্বাত্মক চেষ্টা—
প্রিয়জনের কাছাকাছি আসা।
হোক সেটা মানুষ কিংবা স্রষ্টা।
তিন.
ভুলবে না বলেও ভুলে গেছে কতজন
কথা না দিয়েও যে থেকে গেছে সেই আপন।
চার.
প্রেম নীরবে আসে মনে
দুঃখ দিয়ে চলে যায় দূরে—
পাঁচ.
তুমি আর আমি এক হৃদয়ে বেঁধেছি ঘর
দূরে থাকো তুমি, অথচ কেউ কারও নয়তো পর।
ছয়.
পরম মমতায় তুমি আমার দিকে তাকালে
আমি দুঃখ ভুলে যাই হেসে-বোলে—