মধুর মাসে ফলের ঘ্রাণে শৈশবের স্মৃতি

ফল উৎসব শেষে বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

টানা কয়েক দিনের দাবদাহ শেষে প্রকৃতিতে এখন স্বস্তির বাতাস বইছে। আকাশের কালো মেঘেরা বাতাসে সুবাস ছড়াচ্ছে, মাঝেমধ্যে তা বৃষ্টি হয়ে ধরণিতে ঝড়ে পড়ছে। এমন সুন্দর আবহাওয়ার মধ্যেই ১০ জুন বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো অফিসে দেখা গেল এক ভিন্ন চিত্র।

ঢাকা মহানগর বন্ধুসভার একঝাঁক তরুণ বন্ধু প্রথম আলো অফিসের ১০ম তলায় হাজির হন মৌসুমী ফলের সমাহার নিয়ে। আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা, আনারস, বাঙ্গি, কলা, তরমুজসহ প্রায় ১৫ ধরনের বাহারি ফল। কিছুক্ষণের মধ্যে তাঁদের সঙ্গে যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কেরানীগঞ্জ, মিরপুর, ক্যামব্রিয়ান, গাজীপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা। সবাই মিলে ফল খাওয়ার উৎসবে মেতে ওঠেন। ফল খেতে হঠাৎ হাজির হয়ে উৎসবের রং বাড়িয়ে দেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক।

মৌসুমী ফলের সমাহার
ছবি: বন্ধুসভা

একদিকে চলতে থাকে ফল খাওয়া, অপর দিকে বন্ধুরা নিজেদের ছেলেবেলার স্মৃতিতে হারিয়ে যান। বাল্যকালে ফল খাওয়ার মজাদার সব স্মৃতির কথা তুলে ধরেন অনেকে। স্মৃতিকথার ফাঁকে গান পরিবেশন করেন ক্যামব্রিয়ান বন্ধুসভার বন্ধু আতাউল মুনিম। জাদু দেখিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন বন্ধু আজওয়াদ মোস্তাফিজ।

উৎসব নিয়ে ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসিনা মোস্তাফিজ বলেন, ‘প্রকৃতির সব ঋতুকে বরণ করে নেওয়া বাঙালির পুরোনো ঐতিহ্য। সেই ঐতিহ্যকে ধারণ করেই আমাদের এই আয়োজন।’ উৎসব আয়োজনে সমন্বয়ক হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক সাফিন উজ জামান, দপ্তর সম্পাদক জাহিদ ফেরদৌস, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাহসিন মাজেদ এবং পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইউসুফ সর্দার।