রাজবাড়ীর গোয়ালন্দ বন্ধুসভার বন্ধু হুমায়ন আহম্মেদ আবারও সেরা কৃষক নির্বাচিত হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
হুমায়ন আহম্মেদ গোয়ালন্দ বাজার আদ-দ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও গোয়ালন্দ বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক। গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে ৩ থেকে ৫ জুন তিন দিনব্যাপী কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মেলায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত অন্য কৃষকদের সঙ্গে হুমায়ন আহম্মেদও স্টল দেন। নিজের উৎপাদিত ফসল ও বিষমুক্ত নানা ধরনের সবজি প্রদর্শনে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এ বছরও নতুন নতুন ফসল উৎপাদন এবং কৃষিতে বিশেষ অবদান রাখায় কৃষি মেলায় উপজেলার সেরা কৃষক নির্বাচিত হয়েছেন। তিনি কন্দাল ফসল হিসেবে পানিকচু, গাছ আলু, পানিকচু বারি-৫, ওলকচু, করলা, চিচিঙ্গা, শসা, ধান, ভুট্টাসহ বিভিন্ন সবজি উৎপাদন করেন। তাঁর এসব ফসল ও সবজি আলোচিত হওয়ায় তাঁকে সেরা কৃষক নির্বাচিত করা হয়।
হুমায়ন আহম্মেদ বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শে নতুন নতুন সবজি আবাদের আওতায় আনার চেষ্টা করি। কন্দাল ফসল হিসেবে আমিই প্রথম গোয়ালন্দে অনাবাদি পরিত্যক্ত জমিতে গাছ আলু, পানিকচু বাণিজ্যিকভাবে চাষাবাদের আওতায় আনি। এ থেকে অনেক ভালো ফলন পাই। করোনার সময় পরিত্যক্ত মাত্র ১০ শতাংশ জমিতে গাছ আলুর আবাদ শুরু করে অনেক লাভবান হই। আমার দেখাদেখি এখন অনেকেই চাষাবাদ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান বলেন, হুমায়ন একজন আদর্শবান তরুণ কৃষক ও কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত। কৃষি বিভাগের পরামর্শে তিনি সারা বছর বিভিন্ন ধরনের নতুন নতুন কন্দাল ফসল ও সবজির আবাদ করে সবার নজর কেড়েছেন। এর আগে তিনি উপজেলা এবং রাজবাড়ী জেলা পর্যায়ে সেরা কৃষক হিসেবে পুরস্কৃত হয়েছেন। এবারও তিনি সেরা হওয়ায় মেলায় তাঁর হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।