অণুকাব্য

অণুকাব্য

১.
ভেসে যাচ্ছে ফুল,
কতশত মায়ের কোল!

২.
যে চইলা যায়,
সে দেহটা রেখে সবকিছুই নিয়ে যায়।

৩.
আমি ঘুড়ি
তুমি নাটাই
দুটি জীবন থেমে গেছে
নষ্ট ঘড়ির কাঁটাই।

৪.
যে উড়ে যায়
তার কী আসে–যায়!

৫.
ফুলের গায়ে দিয়ো না হাত,
মালির বুকে লাগে আঘাত!

৬.
আমার খুব মনে পড়ে তারে
যে চইলা গেছে দূরের পথটি ধরে।

৭.
আমারে না ভোলার জন্য সে তাবিজ নিল,
গলায় তাবিজ ঝুলে রইল ঠিকই কিন্তু সে–ই ভুলে গেল।

৮.
আমাদের চোখ-মুখ বেঁধে
সে মায়াকান্না কাঁদে।

৯.
হৃদয় আমার,
বসবাস তোমার।