জলময়ূর
রোদের মতো হাসতে চেয়েও
মেঘের মতোই স্মিত হাসি,
নদীর মতো বইতে চেয়েও
গৃহকোণকেই ভালোবাসি।
ফুলের মতো ফুটতে গিয়েও
কলির মতোই আধেক বলি,
কৃষ্ণচূড়ায় ক্যানভাস এঁকেও
ধূসর রঙে গুলিয়ে ফেলি।
জলময়ূরের জীবন চেয়েও
পানকৌড়ি হই ডুবসাঁতারে,
জনারণ্যের কোলাহলেও
শূন্যতাই শুধু আঁকড়ে ধরে।