মা

অলংকরণ: মাসুক হেলাল

মায়া, মমতা, স্নেহ, ভালোবাসায় ভরপুর একটি শব্দ ‘মা’। মায়ের পরিচয় সে একজন নারী, মা–বাবার আদরের সন্তান, ভাই-বোনের আদরিনী, খুনসুটিময় প্রেমিকের প্রেয়সী, স্বামীর সোহাগিনী আর তাঁর নিজ সন্তানের জননী।

প্রত্যেক নারীর মা হওয়ার আকাঙ্ক্ষা থাকে। স্বামীসোহাগী নারী হঠাৎ একদিন অনুভব করেন তাঁর গর্ভে নতুন অতিথির আগমন। তাঁর শারীরিক পরিবর্তন চোখে পড়ে। শুরু হয় জীবনের আরেক অধ্যায়। একজন মা সন্তান গর্ভে ধারণ করে নিজের কষ্ট বেমালুম ভুলে যান। স্বপ্নের জাল বুনে চলেন অনাগত সন্তানকে নিয়ে। প্রসবব্যথার কষ্ট সয়ে সন্তানকে জন্ম দেন মা, কষ্টের ব্যথা ভুলে যান সন্তানের চাঁদমুখ দেখে। স্তনের দুধ দিয়ে শিশুর কান্না থামান।

মায়েদের দিন কিংবা রাত বলে কিছু নেই। নবাগত সন্তানের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, এ জন্য অতন্দ্র প্রহরী হয়ে জেগে থাকেন। নাওয়া–খাওয়া ভুলে শুধু সন্তানের মঙ্গল কামনায় ব্যস্ত থাকেন। সন্তানের সুখে সুখী হন মা, আবার সন্তানের দুঃখে হন দুখি।

‘মা’ শব্দটার মধ্যে লুকিয়ে রয়েছে একরাশ প্রশান্তি। মা ছাড়া জীবন শুষ্ক মরুভূমির মতো; জলহীন সমুদ্র যেন। প্রায় সব ধর্মেই মাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ মর্যাদা।
পৃথিবীতে মায়ের সঙ্গে আর কারও তুলনা হয় না। মায়ের মতো দরদি আর কাউকে খুঁজে পাওয়া যাবে না।

সেক্টর ৬, উত্তরা, ঢাকা