প্রেমের প্রতিদ্বন্দ্বী

তোমার চোখের ছায়ায়
এক অনন্ত গল্প মিশে থাকে।
আমি সেখানেই দাঁড়িয়ে,
তোমার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে
বুঝতে পারি—
তোমার ভেতরে অন্য কেউ আছে।
সে কে?
আমার থেকে দূরে—
তোমার প্রতিটি হাসির নিচে লুকিয়ে থাকা বিষাদের মতো।
আমি প্রতিদ্বন্দ্বী হতে চাই না,
তবু প্রতিটি মূহূর্তে তার সঙ্গে অলিখিত যুদ্ধ চলতে থাকে।

তুমি কি জানো,
প্রেম কেমন করে ভাগ হয়?
সে তোমার ছায়ার মতো থাকে,
অন্যদিকে আমি—
তোমার জ্যোৎস্নায় নিজেকে খুঁজে নিই।
তবু মনে হয়,
তুমি আমাকে পুরোটা দাওনি।
এক প্রতিশ্রুতি,
বাতাসের মতো বয়ে যায়,
হয়তো তার কাছেও রয়ে গেছে।
তোমার প্রতিটি শব্দের পেছনে,
প্রতিটি স্পর্শে—
আমি তাকে টের পাই।
তুমি কি তাকে বেছে নেবে?
না কি আমাকে?
প্রতিযোগিতার শেষ কোথায়?

প্রেম যদি এক নদী হয়,
এক তীরে সে দাঁড়িয়ে, অন্য তীরে আমি।
তুমি মাঝখানে,
এক দ্বীপের মতো—
যার দিকে আমরা দুজনই ছুটে আসি।
প্রেম কি কখনো দ্বিখণ্ডিত হয়?
জানি না।
তুমি কি জানো?
আমার ভেতর তবু এক তৃষ্ণা—
তোমার প্রতিটি নিশ্বাসে নিজেকে খুঁজে পাওয়ার।
তার সঙ্গে লড়াই করে জেতার।
তুমি কি আমার হয়ে থাকবে?
নাকি চিরকাল প্রতিদ্বন্দ্বী হয়েই থাকবে?