একগুচ্ছ হাইকু

অলংকরণ: তুলি

এক.
সবুজে লাল,
রক্তের দামে কেনা—
স্বাধীন কাল।

দুই.
লালে সবুজ,
শৃঙ্খল গর্জে ওঠে—
জনতা অবুঝ।

তিন.
সবুজে জয়,
ঘাতক কুপোকাত—
বিশ্বাসে ভয়।

চার.
প্রলয়বেশে,
ললাটে জয়টীকা—
মরণ হেসে।

পাঁচ.
সাহসী বীর,
বিনা অস্ত্রে ঝাঁপায়—
উন্নত শির।

ছয়.
প্রজন্ম জ্বলে,
শপথে অগ্নিমন্ত্র—
শাসক টলে।

সাত.
নেইরে ক্ষয়,
রক্তে কেনা পতাকা—
তোদের জয়।

আট.
আছিস মনে,
শ্রদ্ধায় অবনত—
কঠিন পণে।

নয়.
পতাকা ওড়ে,
বাঙালি প্রজাপতি—
স্বাধীন ঘোরে।

দশ.
তোদের দানে,
দেশটা বেঁচে আছে—
স্বাধীন ঘ্রাণে।