সম্পর্ক যখন নতুন স্বাদ খোঁজে

অলংকরণ: মাসুক হেলাল

মানবজীবন আছে বলেই ভালোবাসা আছে। সৃষ্টির শুরু থেকেই সৃষ্টিকর্তা এটা আমাদের মানবকুলের হৃদয়ে ঢেলে দিয়েছেন। তবে এটাতে বিপত্তিও আছে, আছে দুঃখ-কষ্ট। সব ভালোবাসার সম্পর্কের মধ্যে সৃষ্টি হয় একটা ঘাত, সেই ঘাতে জীবন তছনছ হয়। মানব যখন মানবীকে ভালোবাসে, তখন এই কষ্ট নামক বিষ ছড়িয়ে পড়ে। হৃদয়ের লেনাদেনার বহিঃপ্রকাশ ঘটে কখন, তা কেউ জানে না।

কোনো মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন তার হৃদয়জুড়ে থাকে সেই ব্যক্তির ছায়া। সেই ছায়া মায়া হয়ে যায়। তার চোখে তখন আর কেউ পড়ে না। একজন মানুষ ছাড়া কিছুই ভালো লাগে না। প্রতিটি দিনের আলো, রাতের আঁধার, সকাল, সন্ধ্যা—সবকিছুতেই যেন অস্তিত্ব মিশে থাকে; হৃদয়কুলে তার বসবাস। প্রতিটি মুহূর্ত, ছোটখাটো আনন্দ, দুঃখ, কষ্ট—সবকিছুই বলতে ইচ্ছা করে প্রিয়জনের কাছে।

ভালোবাসার মানুষটা যখন তার অনুভূতি বোঝে, ডাকে সাড়া দেয়, কাছে থাকে, তখন যেন সব পৃথিবীটাই রঙিন, হাসি আনন্দের হয়ে ওঠে। তার হাসিতে, তার কথায়, এমনকি তার উপস্থিতিতেই যেন জীবনের সব কষ্ট চলে যায়। সে দূরে থেকেও মেসেজে যখন পাশে থাকে, কী করছ বলে, তখন মনে হয় সব অভিমানে একটা শান্তির ছোঁয়া লেগে যায়। আনন্দে চোখে জল ঝরে। সারা দিন জানতে ইচ্ছা হয় তুমি কী করো, কোথায় আছ, কেমন আছ? খেয়েছ? কত কথা।

এই প্রিয় মানুষের একদিন বদলে যাওয়া সব আশায় হৃদয় খান খান হয়ে পড়ে। কেন জানি অনেক সময় এমন হয় যে সেই প্রিয় মানুষটা দূরে সরে যায় অকারণে। হঠাৎ সব যোগাযোগ বন্ধ। কেন যেন হাজার ব্যস্ততা, অজুহাত কিংবা অন্য কোনো কারণে তার সঙ্গে যোগাযোগ কমে আসে। মিথ্যা বলা শুরু হয়। সন্দেহ জাগে। যারা সত্যি হৃদয় দিয়ে বসে থাকে, তারা বোকা হয়ে বসে থাকে।

এরপরেও প্রত্যাশা করে, সে ফিরে আসবে। কোনো এক মস্ত কাজ ছিল বলবে। অনেক বড় সারপ্রাইজ দিয়ে বলবে, কত ভালোবাসো দেখলাম।

তবু প্রথম থেকেই আমাদের হৃদয়ের এক কোণায় সব সময় একটা বিশ্বাস থাকে, সে মানুষটা সত্যিই ভালোবাসে, সে একদিন তার হয়েই ফিরে আসবে। ভালোবাসার লোনাজলে কাঁদবে কিছুদিন। এরপর সবকিছু আগের মতো সুন্দর, ঠিকঠাক হবে। আর সেই অপেক্ষার মধ্যেই চলে আরেক প্রহর! হয়তো খুঁজে পাওয়া হয় ভালোবাসার প্রকৃত অর্থ। দুজনের হৃদয়ের পটপরিবর্তন না হলে সত্যিকারের ভালোবাসা কখনোই হারিয়ে যায় না। কিন্তু এই ভালোবাসা পরিবর্তন হয়।

লেখক ও সাংবাদিক