শেষ হোক

প্রতীকীফাইল ছবি ছবি : রয়টার্স

মাটিতে ফলছে বুলেট,
লোহা গজিয়ে উঠছে মাঠজুড়ে।
গাছে ধরছে বারুদ ফুল,
তার গন্ধে ঘুম পায় না—পৃথিবীর।
যতবার মাটি চাষ করি
ওপরে ওঠে একটা করে মৃতদেহ,
পুরোনো যুদ্ধের হাড়,
রক্তাক্ত মানচিত্র।
জল দিয়ে সেচ দিলে উঠে আসে
গলিত শিরদাঁড়া, পচা জিব,
কিছু নাম—
যাদের প্রতিবাদ হারিয়ে গেছে
আকাশের ওপারে।
শেষ হোক।
এই বিস্ফোরণ, এই আগুন, এই হিংসা।
পৃথিবীতে নামুক বৃষ্টি—
ভিজে যাক মানুষের মন,
গলে যাক লোহার বর্ম।
আবার জন্ম নিক একটি শিশু,
বারুদের নয়, বৃষ্টির গন্ধে।