সুপ্ত আলোর দেশ

লাল-সবুজ পতাকাছবি: আনিস মাহমুদ

লক্ষ প্রাণের তুমুল দানে
বিজয় এল মহান গানে
লাল–সবুজের ঘরে;
বিজয় শুধু বাঁচতে শেখায়
অমর হওয়ার তরে।
বিজয় দিনের আকুল টানে
শ্রদ্ধা সব বীরের প্রাণে
জয় এনেছে যারা;
বাংলা মায়ের শীতল আঁচল
জড়িয়ে আছে তারা।
সুপ্ত আলোর দেশের মাঝে
মিশে রব তৃপ্ত সাজে
ধন্য তাতে ধন্য;
বিজয়ের মান ধরে রাখতে
লড়ব যে তার জন্য।