এই জন্মে প্রেমিকা হব
আমার যা কিছু
এলোমেলো খুঁতখুঁতে আর অগোছালো,
সবই নিয়ে একদিন তোমার সামনে দাঁড়াব!
আমার অমীমাংসিত হৃদয়ের স্পন্দন কান পেতে
শুনতে,
মিশে যাব তোমার চওড়া বুকের মাঝে।
হৃদয় গহিন সরোবরে আষ্টেপৃষ্ঠে মিশে রবো।
তুমি আমার এই জন্মে যদি হও তবে পরজন্মেও
আমি শুধু তোমার হব।
হৃদয়ের চৌকাঠ মাড়িয়ে এসো, যদি এতটুকু
কিঞ্চিৎ ভালোবাসো।
ভালোবেসে ঠাঁই দাও তব হৃদয়ের সবুজ উদ্যানে।
আমি পথটুকু সাজিয়ে দেব একশত আটটা নীলপদ্মে।
যদি সত্যি কাছে আসো, আমি না হয় এই জন্মে
প্রেমিকা হব।
আমার এলোমেলো উষ্কখুষ্ক চুলে যদি গুঁজে দাও
একগুচ্ছ ভাঁটফুল;
আমি কেবল তোমার হয়ে রইব।
পৃথিবীকে জানিয়ে দেব এক মহা প্রেমিকের কথা।
কাব্যের ঝলকে সুরেলা শব্দে ঘুরে ঘুরে একদিন কোকিলা হব।
রঙিলা মনে রঙের ফানুস উড়াব হই-হুল্লোড়ে মেতে।
তুমি যদি মনের নদীতে ডুবে ভালোবেসে একটু হাসো
তবে আমি প্রেমের নেশায় রূপধারণ করব মাতাল হতে হতে।
পৃথিবীতে বাঁচতে চাইব তোমার নামের অক্সিজেনে।
শুধু একটু পাগলামি করে সত্যিকারের প্রেমিক হয়ে কাছে এলে;
আমি সেদিন এক লক্ষ অযুত নিযুত প্রাণভরে
নিশ্বাস নেব।