একপশলা অভিমান

সম্পর্কে মান অভিমান থাকবেইছবি: কবির হোসেন

সময় গড়ায় বাড়ন্ত বয়সে,
ছুটে গেছে শৈশব কৈশোর নির্মল বাতাসে হেসে!
আমিও যাচ্ছি সময়ের প্রৌঢ় সূর্যাস্তের লাল রঙে মিশে।
মেঘ কেটে যায়, আঁধার নামে, কখনো দেখা মেলে সোনালি বিকেলে;
একপশলা অভিমান এসে নালিশ করেছে পাশে বসে।
কেন এত রং জীবনের চৌ-গলিতে প্রশ্ন ছুড়ে?
ভালোবাসা মিথ্যা হয় প্রেমিকের বুকে!
প্রিয়জন পর হয়, আপন খুঁজে চলেছি বাঁকে বাঁকে।
সম্পর্কে ভাঙন রোধে পাই না কোথাও শক্ত বাঁধন হাতে।
হারিয়ে গেলে আমায় কখনো খুঁজবে না জানি
কোনো লোকে।
তবুও চলছি আমি সময়ের সাথে পাল্লা দিয়ে বন্ধু হয়ে।
কোথাও পাই না আর একচিলতে হাসি মুখে;
সবাই ভীষণ ব্যস্ত আছে দুঃখ লুকাতে!
আমিও যাই তবে পৃথিবী ছেড়ে,
নিঃসঙ্গতার আঁধার নামে এই দুচোখের পাটে!
বেহিসাবি কষ্টের আঘাত বুকে, কত আর ভালো
থাকি বলব মুখে?
সময় যে এসেছে তবে, ভুলিতে ব্যথার ওষুধ হাতে!
ক্ষতটা সেরে যাবে হয়তো একদিন এমনি করে;
দাগটুকু রয়ে যাবে কেবল আমার বুকে।
ঝরা পালকের মতো আমিও উড়ে উড়ে
দেখব একদিন ওই দিগন্ত ঘুরে;
কে আমায় রেখেছে মনে, কে ছিল ভালোবেসে পাশে।
কে আমার নামটি এখনো জপে সঙ্গোপনে
ভালোবেসে রোজ নিজের মনে!