অস্তিত্ব
প্রকৃতিতে আকাশের গরুগম্ভীর গর্জন,
চোখের কোণে জমে আছে শ্রাবণ।
অবিরাম ধারায় ঝরতে চায়,
কিন্তু সেই বর্ষণের অবসর কোথায়?
ভালো না থেকেও থাকতে হয় ভালো, কারণ
স্বার্থের ধরায় ভেঙে পড়া বারণ,
ধোঁয়াটে আলোয় আজ আলোকিত ধরণি,
সবাই যেন মুখোশ পরিহিত এক অশনি,
মধুময় কথার আড়ালে ছুড়ে বিষাক্ত বাণ,
সবাই ব্যস্ত ভর্ৎসনা করতে অন্যের বর্তমান।
বিশ্বাসের পঙ্ক্তিমালায় ধরছে কালের পচন,
খুঁজে পাওয়া দায় শান্তিময় সুখের নির্জন।
স্বপ্ন পূরণ, সে তো আকাশচুম্বী বাসনা,
প্রতি পদে পদে হানা দেয় দুঃসহ ছলনা,
নির্মল সমীর বয়ে চলে না বিশ্ব অরণ্যে
কল্পলতা বিরহে বিরহিণী হয় বিনা কারণে,
নিরন্তর ছুটে চলছি, যেন এক যুদ্ধ সারথি,
জয়ধ্বনি ছড়িয়ে দিব সাজিয়ে পুষ্পরতি,
সময়ের স্রোতে ভেসে হতে হবে শক্ত,
তবেই না নব চেতনায় জাগ্রত হবে অস্তিত্ব।