ঝড়

অলংকরণ: মাসুক হেলাল

সে কালবৈশাখীর দমকা বাতাসের মতোই হুট করে এসেছিল জীবনে
গরমের ভয়াবহতার মাঝে হুট করে পাওয়া বাতাসে এতটাই স্বস্তি পেয়েছিলাম...
এটা যে ঝড়ের ইঙ্গিত বুঝতেই পারিনি।
আস্তে আস্তে বাতাসের গতি বাড়তে লাগল,
আমার খুশিও ধীরে ধীরে রূপ নিল আতঙ্কে।
কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের তাণ্ডব শুরু হলো, চলল বেশ কিছুক্ষণ
অতঃপর সব ঠান্ডা...
ঝড় শেষ; সেও চলে গেল...
আর আমি বোকার মতো চেয়ে রইলাম
ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া আমার জীবনটার দিকে...