মেঘবালিকা
উত্তপ্ত দুপুর ক্লান্ত পাখির ডানা
দুচোখ জুড়ে স্বপ্নেরা ঝিমিয়ে বেড়ায়,
রোদের ঝকঝকে উচ্ছ্বাস হাসি
মৃত্তিকার বুকে নীরব নিস্তব্ধ দহন।
অকস্মাৎ আকাশজুড়ে বর্ষার মেঘ,
অচেনা শুভ্র মেঘবালিকার টহল।
রিমিঝিম শীতল বৃষ্টি হয়ে ভিজিয়ে দেয়
মৃত্তিকার হৃদের সমস্ত নীরব দহন।
কখনো বড্ড আপন হয়ে যায় অচেনা কেউ,
হৃদে জাগিয়ে তোলে এক চিলতে সুখের ঢেউ।