বিচূর্ণ কাচের পুতুল
অতল সমুদ্রের তলান্বিত দুঃখভরা জ্যান্ত পুতুল আমি নিদারুণ দুঃখ-বেদনায় চূর্ণ-বিচূর্ণ কাচের একাংশ।
ভোরের আলোয় চোখ মেলে যেন তোমায় দেখতে পাই,
পিছে ফিরে তাকাই, কেবল অস্বচ্ছ এক বিচূর্ণ অবয়ব ফুরিয়ে গেছে যেখানে সকল স্নেহ-মমতা,
নিভে গেছে যেন জোনাকির আলো,
দুঃখ-বেদনা-বিভ্রান্তি আজ টগবগ করে রক্তের আগুনে, প্রতিশোধ নেবার তীব্র প্রচেষ্টায়।
শুধু শূন্যে মিলে যায় ভালোবাসা, সম্মান আর শ্রদ্ধা...