কর্মযজ্ঞে কর্মফল

অলংকরণ: তুলি

মৃত্যুর সীমারেখায় দাঁড়িয়ে হুংকার
নষ্ট দলের অধিনায়কত্বে অহংকার!
ওরে পাপিষ্ঠ সত্যের দিকে তাকাও
শূন্যে তুমি নিঃস্ব যতই ভাব দেখাও।
মিথ্যার রাজ্যে খলনায়ক হও তুমি
নোংরা করো সুন্দর এই পুণ্যভূমি!
চেয়ে দেখো দুয়ারে দাঁড়িয়েছে যম
তওবা করো, বুকে নাও স্বস্তির দম।
জাগতিক কর্মযজ্ঞ লিপিবদ্ধ রোজ;
মন্দ পরিহারে ভালোর নাও খোঁজ।