মুচকি হাসি
বর্ষার আকাশের মতো থমথমে মুখ
কতকাল ধরে নেই যেন একচিলতে সুখ
মর্মরে পাতার মতো শুকনো জীবন
হয়নি খোঁজা কখনো মনখারাপের কারণ
স্মৃতিরা তাড়া করে রাতে—আঁধারে
ক্লান্ত শরীর শান্তি খোঁজে পথে ধারে
কান্নারা গিয়েছে হারিয়ে কোন সে অতলে
বিষণ্ন মন শীতলতা চায় নিবিড় ছায়াতলে
হতাশার ধোঁয়ায় জীবন হয়ে যায় গুম
অবিরাম ধারায় বৃষ্টি ঝরাতে শ্রাবণের ধুম
হৃদয় যে চায় বিষাক্ত স্মৃতির ফাঁসি
ঠোঁটের কোণে আলোড়িত হয় নিরাশ মুচকি হাসি