কষ্টবদ্ধতা

অলংকরণ: আরাফাত করিম

কালো পালকের, আমার একটা হলুদ বর্ণের পাখি ছিল
নীল বর্ণের অশান্ত একটা নদী ছিল; রৌদ্রস্নাত ঝর্ণায়–
আঁকাবাঁকা গতিপথে, শান্ত স্রোতধারার নীরবতা ছিল!
জলে গলা কষ্টের পাহাড়ের দিকে চেয়ে থাকত চাঁদ
কোথাও যেন একটু সুখ ছিল, হাওয়ায় শান্তির ঘ্রাণ
ভালোবাসাও ছিল, সেই জ্যোৎস্নার মিটিমিটি হাসিতে।

কেউ কি ভেবেছিল, আমাকেও বলতে হবে একদিন,
কোথায় ওসব হারিয়ে গেল, কেন বলত?
আমার চোখে এখন আর জল আসে না কান্নার!
ঘুম আসে না, স্বপ্ন দেখি না—কোনো সম্ভাবনার।
জলহীন নদী আছে, উষ্কখুষ্ক পাহাড় চূড়ায়
শুকনো গলায় কা-কা কাক ডাকে—ভীষণ জলতেষ্টায়।