হারাতে চাই না
হারাতে আর চাই না কিছু
যেমন আছি ভালো
জীবন থেকে দূর হয়ে যাক
আছে যত কালো।
নতুন কিছু পেতে আমার
ভীষণ ভালো লাগে
পুরাতন কিছু ফিরে পেতে
ইচ্ছে নাহি জাগে।
হারাতে আর চাই না কিছু
যেমন আছি ভালো
জীবন থেকে দূর হয়ে যাক
আছে যত কালো।
নতুন কিছু পেতে আমার
ভীষণ ভালো লাগে
পুরাতন কিছু ফিরে পেতে
ইচ্ছে নাহি জাগে।