সহস্র জাদুমন্ত্রে হয় না কাজ
ভালোবাসা খুঁজতে খুঁজতে মানুষ ভালোবাসাহীন
অভিনয় করতে করতে বড্ড ক্লান্ত, বিশ্রামহীন
সহস্র জাদুমন্ত্রে হয় না কোনো কাজ
সূত্রহীন কোনো বীজগণিতের হিসাব মেলে না
তবু ধ্যান পাল্টাই মন পাল্টাই
হাঁটতে হাঁটতে অন্ধকারে হারাই
নিজেই নিজেকে চিনি না
থমকে থমকে চলে পা
মাঝেমধ্যে কখন কী বলছি, কখন কী করছি—
জানা থাকে না অজ্ঞানে চলি...