সহস্র জাদুমন্ত্রে হয় না কাজ

ছবি: ফ্রিপিক

ভালোবাসা খুঁজতে খুঁজতে মানুষ ভালোবাসাহীন
‎অভিনয় করতে করতে বড্ড ক্লান্ত, বিশ্রামহীন
‎সহস্র জাদুমন্ত্রে হয় না কোনো কাজ
‎সূত্রহীন কোনো বীজগণিতের হিসাব মেলে না
‎তবু ধ্যান পাল্টাই মন পাল্টাই
‎হাঁটতে হাঁটতে অন্ধকারে হারাই
‎নিজেই নিজেকে চিনি না
‎থমকে থমকে চলে পা
‎মাঝেমধ্যে কখন কী বলছি, কখন কী করছি—
‎জানা থাকে না অজ্ঞানে চলি...