আশ্বিন মাসেই পঞ্চগড়ে শীতের আভাস

পঞ্চগড়ে শীতের আভাসছবি: জাহিদ হাসান

প্রকৃতির মধ্যে যখন শীতের আগমন ঘটে, তখন সবকিছু যেন এক নতুন রূপে আবির্ভূত হয়। হিমেল হাওয়া, কুয়াশাচ্ছন্ন ভোর, গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু—সবকিছু মিলিয়ে শীতের এক বিশেষ আকর্ষণ রয়েছে। শহরের ব্যস্ত রাস্তা আর গ্রামীণ পথগুলো শীতের নীরবতায় ঢেকে যায়। মানুষজন উষ্ণ পোশাকে নিজেদের মুড়িয়ে ফেলে। সূর্য কুহেলিকা ডিঙিয়ে উঁকি দেয়।

কুয়াশাচ্ছন্ন পরিবেশে মিষ্টি রোদ কোমল অনুভূতি জাগায়।
শীতের সকাল মানেই গরম চায়ের কাপে এক চুমুক, খেজুরের রসে ভিজে থাকা মাটির ঘ্রাণ!
শীতের এই স্নিগ্ধতা শুধু প্রকৃতিকে নয়, মানুষের মনকেও প্রশান্তি এনে দেয়। এই ঋতুর আগমনে প্রতিটি সকাল, প্রতিটি রাত হয়ে ওঠে শান্তিময় এবং মুগ্ধকর।

বন্ধু, পঞ্চগড় বন্ধুসভা