আছেন কিছু প্রতিবেশী
কৌতূহলী অতি বেশি!
উঁকি মারার থাকে স্বভাব
প্যাঁচি হলেও বোধের অভাব।
গা ঘেঁষে যান আসতে-যেতে
পরকে নিয়েই থাকেন মেতে!
নিজের ঘরে আঁধার রেখে
পরকে রাখেন আলোয় ঢেকে।
সবকিছুতেই গন্ধ খোঁজেন
ভালোর মানেও মন্দ বোঝেন!
কার বাড়ি কে যায় আর আসে
কোন ঘরে কে কাঁদে-হাসে,
অতীত নিয়ে টানাটানি,
করেন চর্চা কানাকানি!
কার মেয়ের ক্যান হয় না বিয়ে
ভাগল ছেলে কাকে নিয়ে,
বউ লক্ষ্মী না হুতোম প্যাঁচা
দেয় কিনা ভাত দেয় সে ছ্যাঁচা,
সকল খবর চাই তো জানা
নইলে হজম হয় না খানা!
যেচে ঢোকেন কথার মাঝে,
মিল রাখেন না কথার কাজে!
আছেন কিছু প্রতিবেশী
আগলা আদর দেখান বেশি!