না পাওয়ার অনুভূতি
অজানা পথে হাঁটছিলাম
কোথায় যাব, কোনো ঠিকানা জানা নেই
একাকী দূরের রাস্তায় মেঘে ঢাকা আকাশ আমার সঙ্গী
আজকাল কাউকে আপন ভাবতে বড্ড ভয়
যদি কেউ দূরে ঠেলে দেয়
কাছের মানুষগুলো এক এক করে ছেড়ে চলে গেছে
লাঞ্ছনা অপমান সহ্য করতেই জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি
তোমাদের শহরে আমার ঠাঁই নেই
আর হবেই–বা কীভাবে
দেওয়ার মতো আমার আর কিছু বাকি নেই
না পাওয়ার অনুভূতিগুলো অধরা থেকে যায়
থেমে গেছে জীবনের মোড়।