একটা মেয়ে
একটা মেয়ের ডাগর চোখে
আমায় ভীষণ মুগ্ধ করে,
একলা থাকার সবটুকু পথ
চোখের মায়ায় রুদ্ধ করে।
সে মেয়েটার গহিন বুকে
আমি কেবল চুপসে থাকি
ঝোড়ো বাতাস দমকা হাওয়ায়
মনের ভেতর যত্নে রাখি।
হরিণ টানা চোখ জোড়া তার
বুকের ভেতর দহন দুপুর
সেই মেয়েটি ভীষণ প্রিয়
পা দু’খানায় সোনার নূপুর।
সকাল–সাঁঝে আমি তাকে
রোজ এঁকে দিই হাজার ভুল
দিঘল কালো ডাগর মেয়ে
নাম দিয়েছি শিউলি ফুল।